*সন্ত্রাসী মুরগি নাসিরের জমি দখলে এক রেমিট্যান্স যোদ্ধার আহাজারি*
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশীর্বাদপুষ্ট নাসির ও তার সহযোগী নীরব কর্তৃক জমি দখলকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ২০০১ সালে ডেমরা এলাকায় ৩৮.২৫ শতাংশ জায়গা মোয়াজ্জেম হোসেনের নিকট ক্রয় করি পরবর্তীতে পতিত সরকারের শাসনামলজুড়েই মুরগী ব্যবসায়ী নাসির ও তার সহযোগী স্থানীয় আওয়ামী প্রেতাত্মা নিরব মিয়া আমার জমি দখল করে রাখে। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের আশীর্বাদপুষ্ট ও নিকট আত্মীয় পরিচয়ে নাসির ও নিরব অপকর্মগুলো দাপিয়ে বেড়াতো। অবৈধ দখল দারিত্ব দীর্ঘস্থায়ী করার জন্য মিথ্যা মামলার দিয়ে উচ্চ আদালতে আমার পক্ষে রায় দেয়। যদিও প্রতারনাকারীরা আপিল করে যা আদালত খারিজ করে দিয়ে রায় ঘোষনা করে।
ভুক্তোভোগী জানান, সাম্প্রতিক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পতনের পর উক্ত মুরগী নাসির ও নিরব এখনো নানাধরনের টালবাহানা নিচ্ছে এবং ষড়যন্ত্র করেই চলছে। উল্লেখ্য ভূমিদস্যুরা এলাকার অনেককেই সর্বশান্ত করছে। সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।