বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯১ বার পঠিত
৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ ৪৮ বছর বয়সে এসএসসি পাস করেছেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় তিনি পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
গুয়াগাঁও মহল্লার বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সামাদের দুই পুত্র রয়েছে। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ এবং বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
কাউন্সিলর আব্দুস সামাদ জানান, পারিবারিক সমস্যার কারণে বাল্যকালে তিনি পড়ালেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে এমন ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া। এটা তার জন্য প্রয়োজন ছিলো। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিয়াজ মো. শামসুজ্জোহা বলেন, আমার নিজ এলাকার কাউন্সিলর আব্দুস সামাদ পর পর দুবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জনপ্রিয় এ জনপ্রতিনিধিকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রয়োজন অনুভব করি। সে লক্ষ্যেই তার আগ্রহে রেজিষ্টেশন করা হয় এবং পড়াশোনার ব্যবস্থা করা হয়। যথারীতি ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে এবার জিপিএ ৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হওয়ায় আমি নিজেকে সফল মনে করছি।
আব্দুস সামাদের বড় ছেলে নাহিদ হাসান জানায়, বাবার এসএসসি পাশের ফলাফলে পরিবারের সকলে আনন্দিত। ভবিষ্যতে বাবাকে আরও লেখাপড়া করতে উৎসাহিত করবো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..