মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র সাঁতাও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র সাঁতাও
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
কিছু কিছু চলচ্চিত্রের গল্প খুব চিরচেনা মনে হয়। মনে হয় এই গল্পটা আমারই গল্প বা আমার দেখা অমুকের গল্প। জীবনে ঘটে গেছে বহুবার কিন্তু এভাবে ভাবা হয়নি। গল্পের চরিত্রগুলো পরিচিতমণ্ডলে ঘোরাফেরা করে। ঘাড়ে নিঃশ্বাস ফেলে। ধোঁয়া ওঠায় মোটা চালের ভাত, আলু ভর্তা, মসুর ডালের গামলায়। ওম তৈরি করে স্বামী-স্ত্রীর প্রেম বন্ধনে, মা-সন্তানের গভীর ভালোবাসায়। ঘাম হয়ে ঝরে কৃষকের বা শ্রমিকের। আমি দেখেছি, আপনি দেখেছেন, দেখেছে অনেকেই।
কিন্তু এভাবে অনুভব করেছে ক’জন?

প্রাত্যহিক আমাদের আপনাদের চারপাশে ঘটে যাওয়া হাজারো ঘটনা যা ঠিক আমার আপনার নিজের গল্প।
কিন্তু বিশ্লেষণ করেছে ক’জন?

সাঁতাও এমনই একটি চিরচেনা গল্পের চলচ্চিত্র। কিন্তু চলচ্চিত্রটি দেখার পরে আপনাদের মনে হবে, আরে এতো আমার গল্প। এটাই তো ঘটে গেছে ক’দিন আগে আমার সাথে, এভাবেতো ভাবিনি!

এই এভাবে আপন করে ভাবনার দায়িত্বটা নিপুনভাবে সম্পন্ন করেছেন পরিচালক খন্দকার সুমন ও তার কর্মীবাহিনী।

সাঁতাও চলচ্চিত্রের বিশাল কর্মযজ্ঞে আমি স্বল্পমাত্রায় কোথাও কোথাও জড়িত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, প্রেক্ষাগৃহে আপনারা কখনো হাসবেন, কখনো কাঁদবেন, নিজ সংস্কৃতির রস আস্বাদন করবেন। কিন্তু কোনটাই মনে হবে না আরোপিত। মনে হবে নিজেদের গল্প।

২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র সাঁতাও।
আমাদের চলচ্চিত্র সাঁতাও।
আপনাদের চলচ্চিত্র সাতাঁও।
সবাইকে আমন্ত্রণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..