মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

২২ বছর ধরে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকেরা 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৯৯ বার পঠিত
২২ বছর ধরে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকেরা

শাহাদৎ
রাজিবপুর সংবাদদাতা
কুড়িগ্রামের চর রাজিব পুরে এক মাত্র মহিলা কলেজ দীর্ঘ ২২ বছর পার হলেও এখন পর্যন্ত এম পি ও ভুক্ত হয়নি। ১৯৯৯ সালে সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ এই কলেজ প্রতিষ্ঠা করেন। রাজিবপুর মহিলা কলেজের একাডেমিক ভবন ১৫ অক্টোবর ২০১৫ সালে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাডেমিক স্বীকৃতি দেওয়া হয় ১ ই জানুয়ারি ২০০৪ সালে।
রাজিবপুর মহিলা কলেজের ২০১৮ শিক্ষাবর্ষে ১৯৮ জন, ২০১৯ শিক্ষাবর্ষে ২১১ জন, ২০২০ শিক্ষাবর্ষে ২১০ জন এবং ২০২১ শিক্ষাবর্ষে ২০৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
রাজিবপুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারীসহ ২২ জন কর্মরত আছেন।
রাজিবপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য মোঃ লুৎফর রহমান বলেন, ১৯৯৯ সালে নিজ অর্থায়নে এই কলেজটি পরিচালনা করে আসছি, কলেজটি এম পি ও ভুক্ত না হওয়ার কারণে এই কলেজের অনেক শিক্ষক মানবতার জীবন যাপন করছে । অনেকেও এই কলেজ থেকে তাদের পেশা পরিবর্তন করছেন কারণ বেতন না থাকায় তাদের পরিবার পরিচালনা করা হিমশিম খেতে হয়। সর্বশেষ
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে আমাদের কলেজ টি যেন দ্রুত এম পি ও ভুক্ত করা হয়। সেই সাথে সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..