২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মৎস্যজীবী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের রমিজ বিপণিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি কলাম চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা অ্যাড. আব্দুল কাদির চৌধুরী জিলান, মো. আব্দুল মতিন, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি সুনুর মিয়া, সদস্য সচিব রহিম আলম রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। বক্তারা ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানসহ হামলায় সংশ্লিষ্ট সকলকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের রুহের মাগফেরাত কামনা করেন। সবশেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।