শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

২নং সোনাপুরে লোভী ওবায়েদুল হক ও অযোগ্য মেম্বার রিজোয়ানের  তান্ডবে এলাকাবাসী অতীষ্ঠ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৪৩ বার পঠিত

২নং সোনাপুরে লোভী ওবায়েদুল হক ও অযোগ্য মেম্বার রিজোয়ানের  তান্ডবে এলাকাবাসী অতীষ্ঠ।
বিশেষ প্রতিনিধি ঃ: দীর্ঘ বছর যাবত ভোলা তজুমদ্দিন থানাধীন ২নং  সোনাপুর ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডে পাটোয়ারী বাড়ির লোকজন এলাকার নিরীহ মানুষের উপর বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাদাঁবাজি, দাঙ্গা-হাঙ্গামা, বাড়ি-ঘর লুটপাট, চুরি-ডাকাতি ও জমি জবর দখল করে আসছেন বলে অভিযোগ উঠেছে তাহাদের বিরুদ্ধে। জানা যায় ক্ষমতাসীন  আওয়ামীলীগ ও বিএনপি যখন যেই দল ক্ষমতায় আসে একে ওপরের পরিপূরক হয়ে তখনই সুযোগ সন্ধানী পাটোয়ারী বাড়ির লোকজন এলাকায় নিরীহ মানুষের উপর জোরজুলুম অভ‍্যাহত  রাখাই তাদের অভ‍্যস্ত। পাটোয়ারী বাড়ির লোভী পরনিন্দাকারি, চাদাঁবাজ ওবায়েদুল হক তার অসাধু চক্র নিয়ে মানুষের ক্ষতি করার কাজে ব‍্যস্ত থাকেন। সূত্রে জানা যায় মুখোসের আড়ালে মনুষ্যত্বহীন ওবায়েয়েদুল সহজ-সরল মানুষের মধ‍্যে জগড়া-বিবাধ লাগিয়ে বিচারের নামে সুকৌশলে অর্থ আদায়  করে থাকেন। এলাকাবাসী  থেকে আরো  জানা যায় উক্ত বাড়ির নারী লোভী ডাকাত ও মাদক ব‍্যাবসায়ী রুবেল পিতা নজুমলের ছেলে ফারুক মিস্ত্রীর মেয়ের জামাতাকা দিয়ে বিভিন্ন অপকর্ম ওবায়েদুল হক করিয়ে থাকেন। আরো জানা যায় পাটোয়ারী বাড়ির দরজায় অবস্থিত রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, সেখানেও উক্ত বাড়ির কীশোর গ‍্যংরা  ছোট ছোট শিশু বিদ‍্যালয়ে পড়া শিক্ষার জন‍্য গেলে  তাদেরকে বড় ভাই বলে সম্মোধন না করলে শিশুদের মারধর করিয়ে থাকেন মোড়লসাজা ওবায়েদুল হক। এলাকাবাসী বলেন আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজ ওবায়েদুল সব সময় ভয়ভীতি দেখিয়ে চাদাঁ দাবি করেন। চাদাঁ না দিতে চাইলে বিভিন্ন অজুহাতে অত‍‍্যাচার শুরু করেন ওবায়েদুলগং। ওবায়েদুল হকের বিভিন্ন অপকর্মের ধারাবাহিকতায় গত ১১|০৭|২০২২ইং প্রতিহিংসায় পূর্ব শত্রুতার জের ধরে সকাল অনুমান ৮ ঘটিকায় তার ডাকাত ও সন্ত্রাসী বা�

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..