১৭ বছর পর বাড়ি ফিরছেন সাবেক ছাত্রনেতা আরিফ বিল্লাহ।
সাব্বির হোসেন।#
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন খুলনা জেলার অন্তর্গত তেরখাদা উপজেলার ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সরকারি নথ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ।
চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে পৌঁছাবেন।
আরিফ বিল্লাহ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসে প্রতিবাদে সোচ্চার ছিলাম। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। বাংলাদেশে আসলে জীবনের হুমকি ছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমি আমার জন্মভূমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, আরিফ বিল্লাহ প্রবাসে থেকেও তেরখাদার বিএনপি’র নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের নানা ভাবে গোপনে আর্তমানবতার কাজ করে আসছেন। প্রবাসে নানান ব্যস্ততার মাঝে থেকেও তিনি পর্দার আড়ালে মানব সেবার নানাবিধ কাজ করে আসছেন। সব সময় এলাকার মানুষের খোজঁখবর রাখাসহ গরিব অসহায়দের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন।এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করে প্রায়ই আলোচনায় আসতেন তিনি।
মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, দান, যাকাত ডান হাতদিয়ে দিলে বাম হাত জানবেনা। আমিও ঠিক তেমনি অতি গোপনে এলাকার অসহায় গরীব মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করে আসছি। দেশে ফিরে দলীয় নেতাকর্মী সহ অসহায় গরীব মানুষদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।
তিনি আরো বলেন, এই জালিম (আওয়ামী লীগ সরকারের) নির্যাতনের শিকার হয়েছেন বেগম জিয়া ও তার সন্তান তারেক রহমানসহ দেশের লাখ লাখ মানুষ। যারা দেশের মানুষের ওপর জুলুম, অবিচার করেছে আল্লাহ চাইলে তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ।
আরিফ বিল্লাহ আরও জানান, তিনি আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্রের শিকার হয়ে ২০০৮ সালে যুক্তরাজ্য উদ্দেশ্য বাংলাদেশ ছাড়েন এবং দীর্ঘ ১৭বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।