১৫ আগষ্ট মাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ,
ভ্রাম্যমান প্রতিনিধি, এস এম আলী রাজ হোসাইন,
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ শাহে আলম, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এস জামাল হোসেন,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আনিসুর হক, হারতা ইউনিয়নের চেয়ারম্যান বাবু অমল মল্লিক আরো উপস্থিত ছিলেন হারতা ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,
এসময় সংসদ সদস্য শাহে আলম বক্তব্যে বলেন১৫ আগষ্ট সেদিন ঘাতকের বুলেটে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।
খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।
জাতির জন্য গভীর শোক ও বেদনার দিবসটি হত্যা, ষড়যন্ত্র, ক্যু রুখে দেওয়ার শপথ গ্রহণেরও দিন। গণতন্ত্রের পথে সাংবিধানিক নিয়মতান্ত্রিকতায় দেশ শাসনের পক্ষে ঐক্যবদ্ধ প্রতীতিতে সমুন্নত হওয়ারও দিন।
বস্তুত, ১৫ আগস্টে ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বরং স্বাধীনতাবিরোধী গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যে কোনও অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকার শক্তিতে উজ্জীবিত হয়েছে বাংলাদেশ, বাঙালি জাতি।