শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

১২৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৩১ বার পঠিত
১২৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, প্রতারক গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ইং ০৩ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১১.১০ ঘটিকায় র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন ০৮নং বাগাচরা ইউনিয়নের বসতপুর গ্রামস্থ জনৈক সামসুল হকের দোকানের সামনে কতিপয় ব্যক্তিমাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরুপ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ খলিলুর রহমান মোড়ল (৪০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম মোড়ল, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-আমলাই, থানা-শার্শা, জেলা-যশোরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..