রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

১১ মামলায় সাজাপ্রাপ্ত আসামী আনিস ভুইয়া গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২২৬ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ 
১১ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১১)।গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই (শুক্রবার) রাতে রূপগঞ্জের বরপা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. আনিছ ভুঁইয়া (৫৮)। সে ওই এলাকার মো. আমির আলী ভুঁইয়ার ছেলে।আদমজীনগর র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় কোটি টাকা ঋণ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদারগণ গ্রেপ্তারকৃত আসামীর কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদারগণ বাদী হয়ে আদালতে একাধিক সিআর
মামলা দায়ের করেন। পরে অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে ১১ মামলা রয়েছে এবং সেগুলোতে আসামীকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়ে ছিল।গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..