১০ বছর মালয়েশিয়া নিখোঁজ প্রবাসী মোঃ জাকারিয়া
মোঃমোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান
লামা উপজেলার ৩নং ফাসিয়াখালী ইউনিয়নের পচ্শিম বামহাতির ছড়া এলাকার রশিদ আহাম্মদ এর প্রথম পুত্র মৌ মোঃজাকরিয়া (৪০) গত ১০বছর ধরে মালিশিয়া নিখোঁজ হয়।
নিখোঁজ ব্যাক্তি তার পরিবারে ৩ সন্তান, স্ত্রীএবং তার মাকে বাবাকে রেখে নিখোঁজ হন। দীর্ঘদিন তার বাবা রশিদ আহাম্মদ বলে তার বড় ছেলে জাকরিয়া আসবে এটি আমার বিশ্বাস বলে জানিয়েছে
তার বাবা রশিদ আহাম্মদ বলে আমার বড় ছেলে মালিশিয়া কুয়ালালামপুর যাবার পর দুই মাস আমার সাতে যোগাযোগ ছিল টাকা ও পাটিয়ে ছিল হঠাত করে আমাদের সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, নিখোঁজ হওয়ায় ।
জাকারিয়ার ছোট ভাই সৌদি আরব প্রবাসী মোঃ আরিফুল ইসলাম বলেন দালাল চক্রের ফাঁদে পড়ে আমার বড় ভাই ২০১২ সালে সমুদ্রপথে মালয়েশিয়া চলে যায়। মালিশিয়া যাবার পর দুই মাস আমাদের সাতে যোগাযোগ করে। ২মাস পর থেকে আর যোগাযোগ বন্ধ করে দেয়
এখনও তিনি নীরবে অশ্রু বিসর্জন দেন। পৃথিবীতে কোনো বাবা মা-ই আকস্মাৎ কোল খালি হওয়া মেনে নিতে চান না। যদিও তার আরও দুই ছেলে সন্তান এবং ৩ কন্যা সন্তান আছেন। এখন তারা তাদের নিজেদের পরিবার নিয়েই ব্যাস্ত
তাকে প্রেরণা দেয়ার মানুষেরও বড় অভাব। এই পরিস্থিতিতে তার হতাশার নিঃশ্বাস ছাড়া আর কিছুই করার নেই। তিনি এখনো তার ছেলে কে ফিরে পাওয়ার দৃঢ় বিশ্বাস হারাননি।
আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ায় আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ নিখোঁজ ব্যক্তিদের খবর পাওয়া মাত্র মোবাইলে যোগাযোগ করার জন্য 01868019944