মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

১০০ কেজি ওজনের লেহেঙ্গা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

 

১০০ কেজি ওজনের লেহেঙ্গা

জসীম উদ্দিন ইতি

কে বলেছে কোভিড আবহে বিয়েবাড়িতে কোনো জাঁকজমক নেই? সাধারণভাবে
পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই বিয়ের পর্ব মিটে যাচ্ছে। পাকিস্তানের এই
ভাইরাল হওয়া ভিডিও দেখলে অবাকই হতে হবে। কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০
কেজি ওজনের লেহঙ্গা পরে বিয়ের আসরে বসেছেন কনে।

ভিডিওটি দেখে সবারই প্রশ্ন একটাই, এত ভারী ও বড় লেহেঙ্গা কী করে সামলালেন
ওই মহিলা! কারণ ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরা একেবারেই সাধারণ বিষয় নয়।
বিবাহ বাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গেছেন কনের এই কাণ্ড দেখে।

বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানিয়েছে, এমন বিশাল লেহঙ্গা তারা জীবনে
দেখেননি! আর শুধু ওজনে বেশি বা বিশাল আকারেই নয়। লেহঙ্গাটি দেখতেও
অত্যন্ত সুন্দর। হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল লেহঙ্গাটি। বিয়েতে সবাই
কনের চেয়ে তার লেহঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..