শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

০৭ টি বোমাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার পঠিত
০৭ টি বোমাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৮  জানুয়ারি ২০২২ তারিখ ভোর ০৫.১০ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালবাড়ীয়া সাকিনস্থ জনৈক ফিরোজ এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি নাশকতা ও জনগণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই  ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে অভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০৭ (সাত) টি বোমাসহ আসামী ১। মোঃ আক্তার হোসেন (৩৫), পিতা-মোঃ সিদ্দিক বিশ্বাস, মাতা-শিরিনা আক্তার, সাং-তালবাড়ীয়া, থানা-কেতয়ালী মডেল, জেলা-যশোরকে ধৃত করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ০৭(সাত) টি বোমা আসামীর নিজ হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দ করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামী ২। মোঃ আসমত আলী চাকলাদার (৪২), পিতাঃ মৃত বারেক আলী চাকলাদার, সাং-তালবাড়ীয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর তার সাথে ছিল এবং কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..