হোসেনাবাদ স্পোর্টস ক্লাব ফুটবল ফাইনালে ১২ নং পুঞ্জির জয়, হাজী মুজিবের হাতে পুরস্কার বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ স্পোর্টস সোস্যাল অ্যান্ড কালচারাল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ মে) বিকালে হোসেনাবাদ পুঞ্জি মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২ নং পুঞ্জি দল চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ৬ নং পুঞ্জি হোসেনাবাদ ও ১২ নং পুঞ্জি হোসেনাবাদ দলের মধ্যে রোমাঞ্চকর লড়াই হয়। নিয়মিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে ১২ নং পুঞ্জি দল জয়ী হয়ে ২০,০০০ টাকা পুরস্কার লাভ করে।
বিএনপি নেতা হাজী মুজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি যুবসমাজের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। হোসেনাবাদ পুঞ্জির হেডম্যান ওয়েল সুরং-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আজির উদ্দিন।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শক্তিশালী করে। ভবিষ্যতে আরও বেশি করে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে সৌহার্দ্য ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠেছে বলে মন্তব্য করেন অতিথিরা।