হেমায়েতপুর টু সিংগাই আঞ্চলিক মহাসড়ক খাত থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের গাছবেটা আঞ্চলিক মহাসড়কের পাশের খাদ থেকে গোলকজান(৪০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।সূত্রে জানা গেছে,শনিবার(১২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের খাদে একটি মহিলার লাশ দেখতে পায়।খোঁজ নে জানা গিয়েছে যে একি ইউনিয়ন-লক্ষ্মীপুর গ্রামের পচার মেয়ে।এক পর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।ধল্লা ইউনিয়ন(৬নং) ওয়ার্ডের জনপ্রতিনিধি মো:রেজাউল করিম খান। জানান,নিহত গোলকজান একজন প্রতিবন্ধী এবং মানসিক অসুস্থ ছিলেন।ময়না তদন্ত শেষে।(১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে তারপরিবার সবাই মিলে ধল্লা কবরস্থানে লাশ টি দাফন করেন।