হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে
কোন ভাবে বানচাল করা যাবে না
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
নয়ন রায় দিনাজপুর।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না। সংবিধানকে অনুসরণ করেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কাছে সার্বভৌমত্বের জয় রক্ষার জন্য শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবে না। যারা আমাদের স্বাধীনতা চাইনি সেই শক্তি বাংলাদেশের স্থিতিশীলতার বিনষ্টের জন্য তৎপর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে আপ্রাণ চেষ্টা করেও মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে নিতে পারেনি। সেদিন তারা পরাস্ত হয়েছিল বলেই আজ তাদের এদেশীয় তাবেদারদের প্রতিষ্ঠিত করবার জন্য পায়তারা করছে।
সোমবার (২ অক্টোবর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ব্যয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফসিউর রহমান চৌধুরী নবাব এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।
জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের মো. মিটু চৌধুরী।
জনসভার শেষে সংগীত পরিবেশন কন অপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী জনাব রথিন কিস্কু।