হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার ।
টাঙ্গাইল মির্জাপুরে হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠান শুরু হয়। জনাব মোঃ তহমিদুর রহমান, প্রতিষ্ঠাতা ও সভাপতি ম্যানেজিং কমিটি ,হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আক্কাস আলী বিশিষ্ট ব্যবসায়ী, সত্ত্বাধিকারী ,মেসার্স আশা ব্রিক্স এন্ড কোম্পানি ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম তোজাম্মেল হোসেন (প্রিন্স ),বিশিষ্ট ব্যবসায়ী ।বিশেষ অতিথি ছিলেন বাবু বিভাস চন্দ্র নুপুর, চেয়ারম্যান মহেড়া ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ বাদশা মিয়া ,সাবেক চেয়ারম্যান মহেড়া ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ রফিকুল ইসলাম ,প্রধান শিক্ষক মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ আব্দুল আলিম প্রধান শিক্ষক হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ।জনাব মোঃ শামীম খান, যুগ্ন আহবায়ক মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগ । জনাব মোঃ আফসার উদ্দিন সিকদার ,সাবেক ইউপি সদস্য, ফতেপুর ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ শাহআলম মিয়া, ইউ পি সদস্য ,মহেড়া ইউনিয়ন পরিষদ, মির্জাপুর টাঙ্গাইল সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী অভিভাবকগণ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
জমকালো নানান আয়োজনে প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় । দুপুরের মধ্যেই খেলার সমস্ত ইভেন্ট শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বে দুপুর ২ টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুই পূর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ ইব্রাহিম মিয়া প্রধান শিক্ষক ,ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় । মির্জাপুর টাঙ্গাইল ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি সব সময় এই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব । তিনি আরো বলেন আমি যদি নাও থাকি তাহলে আমার পুত্র ও পুত্রবধু সবসময় এই বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান । আগত অতিথিগণ এত সুন্দর সুশৃংখল অনুষ্ঠান আয়োজন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।