মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু জনসাধারনের সার্বিক উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার পঠিত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু জনসাধারনের
সার্বিক উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করছে
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
=================
মনিরুল ইসলাম মানিক ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু জনসাধারনের সার্বিক উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ সেই নীতিতে সারা বাংলাদেশে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট একটি কার্যকরি ভুমিকা অব্যাহত রেখেছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময় হিন্দু কল্যান ট্রাস্টকে একটি অকার্যকর নাম সর্বশ্য প্রতিষ্ঠানকে পরিনত করেছিল। আজ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আজ সারা বাংলাদেশে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছে। তিনি বলেন, আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলায় প্রায় ৪০জন দুঃস্থ মানুষকে ৫ হাজার টাকা করে ২ লাখ টাকার চেক এবং হিন্দু ধর্মীয় ১৭টি মঠ-মন্দিরে সাড়ে ৫ লক্ষ্য টাকার চেক প্রদান করা হলো। শারদ উৎসবের মধ্যেও মা দুর্গার কাছে প্রার্থনা থাকবে করোনা ভাইরাস থেকে পরিত্রানের জন্য সকল ভক্ত প্রার্থনা প্রত্যাশা করে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২১ উদযাপন উপলক্ষ্যে ৬ অক্টোবর বুধবার বীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রদত্ত মঠ, মন্দির, পূজা মন্ডপ ও দুঃস্থ-অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা আয়শা আকতার বৃষ্টি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মহেষ চন্দ্র রায়, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসীন আলী, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেবশর্মা।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২১ উদযাপন উপলক্ষ্যে কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রদত্ত মঠ, মন্দির, পূজা মন্ডপ ও দুঃস্থ-অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণকালে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপজেলায় প্রায় ৬০ জন দুঃস্থ মানুষকে ৫ হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক এবং হিন্দু ধর্মীয় ৬টি মঠ-মন্দিরে ২ লক্ষ্য টাকার চেক প্রদান করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, ওসি রইচ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..