হাসপাতালে সাংবাদিক তাছলিমা, দেখতে গেলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন গাজীপুর মহানগর টঙ্গীর সিনিয়র সাংবাদিক মোসাঃ তাছলিমা বেগম।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লা মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ তাছলিমার চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক পাবেল বলেন, সাংবাদিক তাছলিমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ সেখানে তাকে দেখতে যান এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তাকিন খান, জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার পলাশ, সমাজ কল্যান সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক সৈয়দা রুকসানা পারভিন রুবী,বঙ্গ টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আলী, কোয়ালিটি টিভি টঙ্গী প্রতিনিধি মোঃ পাবেল প্রমুখ