হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকল্পে মতবিনিময় সভা
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন কালে হাসপাতালের বিভিন্ন সমস্যা দেখতে ও শুনতে পান।সেই সমস্যা সমাধানের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতা সহ শুশীল সমাজদের আমন্ত্রণ জানান তাদের মূল্যবান পরামর্শ ও মতামতের জন্য। তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল ১০.৩০ মিনিট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
গ্রীন এন্ড ক্লিন নারায়ণগণ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেনারেল( ভিক্টোরিয়া) হাসপাতাল এবং ৩০০ শয্য বিশিষ্ট হাসপাতাল, খানপুর এর সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকল্পের লক্ষ্যে মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ মশিউর রহমান , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন নাসিক সচিব,কানিজ ফারজানা শান্তা জেলা আনসার কমান্ডার, জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাসিকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু , মাওলানা মঈন উদ্দিন কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী, মাওলানা আঃ জব্বার, আমীর মহানগর জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ, ইন্জিনিয়ার মনোয়ার হোসেন জামায়াতের মহানগর সেক্রেটারি, মাওলানা মাসুম বিল্লাহ সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন,হাফেজ মনির হোশেন , সভাপতি খেলাফত মজলিস, মোঃ জাবেদ আলম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহবায়ক তরিকুল ইসলাম সুজন, খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালের পরিচালক, রোগী কল্যান সমিতি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।ডাক্তারদের ভিজিট ও কমিশন বানিজ্য বন্ধের জন্য অনুরোধ করেন। হাসপাতাল গুলোতে দালালদের ও ঔষধ কোম্পানীর প্রতিনিদের দৌড়াত্ব বন্ধ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জে একটা আইসিও ও একটি বার্ণ ইউনিট চালু করার দাবি জানান।সরকারি কর্মচারীদের নৈতিক চরিত্রের পরিবর্তন করতে হবে। জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন হাসপাতাল গুলোতে গ্রিন ও ক্লীন কর্মসূচির কাজে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
হাসপাতাল গুলোতে মাদক তা কোনভাবেই মেনে নেওয়া যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট (এসসিসিও)চালু করা হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তার মধ্যেই কাজ করব। সরকারি ঔষুধ কোনভাবেই বাহিরে বিক্রি করা উচিত নয়। যদি এইরকম কোন অভিযোগ পাওয়া যায় তাহলে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব।পর্যায়ক্রমে সকল সমাস্যার সমাধান করেই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিক হওয়ার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, আগামী ৭ (সাত) দিনের মধ্যেই ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে। তিনি এই দুইটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে নতুন করে সাজিয়ে তুলতে সকলকে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।