স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান
হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে, গাজা থেকে
বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো
হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো। দ্য
গার্ডিয়ান এর।
এ ঘটনায় হামাসের মুখপাত্র ফওজি বারহোম এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের
কর্মকাণ্ডকে চটকদারি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনরা চাপ
সৃষ্টি করে জনগণের অধিকারের প্রতি সম্মান জানাতে বাধ্য করছিল ইসরায়েলকে।
গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই
বিমান হামলা চালানো হয়। এর আগে, ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু
করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯
ফিলিস্তিনি নিহত হন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।