হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান
আনোয়ার হোসেন, মির্জাপুর,টাঙ্গাইল ।
টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।০২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১১ঘটিকার সময় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ শাহাদৎ হোসেন সোহাগ, এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খান আহমেদ শুভ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ,টাঙ্গাইল -৭ মির্জাপুর । ও সম্মানিত সদস্য ,ভূমি মন্ত্রণালয় ,সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাহিদুল ইসলাম মনির, সহ-সভাপতি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক , জনাব মোঃ আমিনুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব মাসুদ রানা ভিপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ,জনাব শহিদুর রহমান লাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ও জনাব মোঃ সিরাজ মল্লিক ।
আরো উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ মাসুদুর রহমান, চেয়ারম্যান, ভাওড়া ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্যগণ , অভিভাবক বৃন্দ ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির আগমনে বিদ্যালয়ে উপস্থিত সকলের মাঝে খুশির আমেজ বিরাজ করতে থাকে । প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়।পরে ছাত্রছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করেন । তারপর চারতলা একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন ও দোয়া করা হয় । প্রধান অতিথি বক্তব্যে বলেন এ সরকারের আমলে প্রচুর উন্নয়ন হয়েছে পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রজেক্ট রাস্তাঘাট ব্রিজ কাল ভাট এ সরকারের আমলে হয়েছে । এ সরকার যতদিন থাকবে ততদিন আরো উন্নয়ন হবে । তিনি অভিভাবকের মাঝে কৃষি বীজ উপহার দেন । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভাল রেজাল্ট সুন্দর শৃঙ্খলার ,জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল আলীম সহ সকল শিক্ষকবৃন্দ ,ম্যানেজিং কমিটির , সকল সদস্য ও ছাত্র-ছাত্রীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবিষ্যতে যেন আরো ভালো ফলাফল হয় তার জন্য ছাত্র-ছাত্রীদের উপদেশ মূলক কথা বলেন।
পরে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী লোকমান ও দিপা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ এমারত হোসেন ও সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক, হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ।