হাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাসেল মিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
মির্জাপুর ভাওড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী হাড়িয়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব মোঃ রাসেল মিয়ার উদ্যোগে নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং শনিবার সন্ধ্যা সাত ঘটিকার সময় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি জনাব মোঃ শাহাদাৎ হোসেন সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৭ মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ এমপি ও সদস্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ মুজাহিদুল ইসলাম মনির ,সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ শহিদুর রহমান লাবু , শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রউফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ভিপি মাসুম । উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপি সাহেবের একান্ত সচিব জনাব মীর আসিফ অনিক।, জনাব মোঃ সিরাজ মল্লিক । সংরক্ষিত মহিলা মেম্বার শেফালী বেগম ও ৬ নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ ফিরোজ সরকার , জনাব মোহাম্মদ আলী পীর সাহেব, সাবেক ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান শাহিন , বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান ও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শীত বস্ত্র নিতে আসা অত্র এলাকার লোকজন এসময় উপস্থিত ছিলেন । প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়ন এলাকার সুখী দুঃখী মানুষের কথা তুলে ধরেন এবং সব সময় সকলের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি প্রবাসী রাসেল মিয়াকে সবসময় জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান ।
বক্তব্য পর্ব শেষে পরে প্রায় ৩০০ জন লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আব্দুল আলিম প্রধান শিক্ষক হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল ।