হাইওয়ে পুলিশ উত্তর বিভাগে ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
হাইওয়ে পুলিশ উত্তর বিভাগের সম্মানিত ডিআইজি ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম এর উদ্যোগে হাইওয়ে পুলিশ উত্তর বিভাগে প্রথমবারের মতো ত্রৈমাসিক অপরাধ সভা অদ্য ৫ জানুয়ারি ২০২৫ গাজীপুর রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা উপস্থিত ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ উত্তর বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ শামসুল আলম, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজন ও ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া সহ হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ও ময়মনসিংহ রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সভায় যোগদানের পূর্বে অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ উভয় রিজিয়নের সকল যানবাহন পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় অতিরিক্ত ডিআইজি (উত্তর) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ও ময়মনসিংহ রিজিয়নের কার্যক্রম উপস্থাপন করেন। ডিআইজি (উত্তর) ও অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ উপস্থিত সকল অফিসার-ফোর্সগনের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ উভয় রিজিয়নের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি সকলকে ন্যায়, নিষ্ঠা, সততা, মানবিকতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
ত্রৈমাসিক অপরাধ সভায় উভয় রিজিয়নের সার্বিক কার্যক্রম বিবেচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হাইওয়ে থানাকে পুরষ্কৃত করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার প্রযুক্তিগত সহযোগিতার জন্য এলআইসি শাখার ইনচার্জ ও তার টিমকে পুরস্কৃত করা হয় । এরপর অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন কর্তৃক আয়োজিত বড় খানায় অংশগ্রহণ করেন।