হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা।
মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী,
গলাচিপার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৪মে ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন। সভাপতি হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ও উপ পরিচালক কলেজ-মাধ্যমিক উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল বরিশাল। অভিভাবক সদস্য, জনাব মোঃ আঃ রশিদ বাবুল। প্রধান শিক্ষক চর সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক প্রতিনিধি, জনাব মোঃ মিজানুর রহমান। সিনিয়র শিক্ষক হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন, জনাব বিপ্লব চন্দ বিশ্বাস। প্রধান শিক্ষক হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়। গলাচিপা উপজেলা যুবদলের ১নং সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মঈন। গলাচিপা উপজেলা বিএনপির সহ-কোষাদক্ষ মনিরুজ্জামান মাসুদ খন্দকার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব মোঃ মিজানুর রহমান। গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মোঃ রেজাউল গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলম সরদার। যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহিরুল ইসলাম হাওলাদার। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মোঃ আজাদ মাহমুদ। ইউনিয়ন যুববিষয়ক সম্পাদক মুহাম্মদ বাপ্পী মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সহযোগিতা, ক্লাসের সঠিক পাঠদান, কুচিং বানিজ্য বন্ধ, ইপটেজিং সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।