শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

হবিগঞ্জ সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০৬ জন‘‘

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

‘‘হবিগঞ্জ সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০৬ জন‘‘

 

 

এস কে সুজন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশে গত ১৮/১০/২২ খ্রিঃ রাত ২২:৫০ ঘটিকার সময় একটি সংঘবদ্ধ সক্রিয় ডাকাত দল হবিগঞ্জ সদর মডেল থানাধীন ০১ নং লুকড়া ইউনিয়নের অন্তর্গত ধল সকিনের হযরত টং টং শাহ আউলিয়া ইয়ামনী (রহঃ) এর মাজার শরীফের সামনের পাঁকা রাস্তার উপর কতিপয় ডাকাত তাদের পরিবহনকৃত গাড়ী ও অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), হবিগঞ্জ এর সদস্যরা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে হাতেনাতে ডাকাত ০১) আব্দুল মজিদ @ শফিক মিয়া @ পিচ্চি মজিদ (৩৭), পিতা-মৃত আব্দুল কাদির, সাং-পাবই, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, ০২) মোঃ মন্নর আলী@ মনোহর আলী (৪৬), পিতা-মৃত মস্কব আলী, সাং-বেজুড়া, থানা-মাধবপুর, হবিগঞ্জ ০৩) শফিক মিয়া (৪২), পিতা-মৃত আয়েত আলী, সাং-উড়ানিয়া ভাঙ্গারপাড়, ০৪) মোঃ আঃ রহমান (২৬), পিতা-মৃত আব্দুল হাসিম, সাং-রামেশ্বর, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ০৫) জামাল মিয়া (৩৭), পিতা-মৃত আলাল উদ্দিন, সাং-আশুরাইল, ০৬) নুনু মিয়া (৫৭), পিতা-মৃত হেলাল মিয়া, সাং- ধরমন্ডল, উভয় থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া-কে আটক করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ০১ (এক)টি পিকআপ গাড়ী আটক করা হয়।

 

উল্লেখ্য যে, আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..