অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. জবরু মিয়া তালুকদার (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (৪ জুলাই) রোববার দুপুরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার।
পারিবারিক সূত্রে জানা যায়, জবরু মিয়া বেশ কিছুদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত শুক্রবার নমুনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। শনিবার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
মো. জবরু মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মারফত উল্লা তালুকদারের ছেলে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..