হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড থেকে ৬৫ পিছ ইয়াবাসহ আটক ২।
শাহ জালাল উদ্দিন জুয়েল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাবুল রায় (৪০) কে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের ঢাকা মেট্রা খ-১১-৪৪৪৪ প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশ আনুষ্ঠানিক ভাবে না জানালেও সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সোমবার রাত ৯ টার দিকে সদর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাবুল রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে উমেদনগর গ্রামের গোপিনাথ রায়ের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা রয়েছে এবং তার সাথে মাদক সম্রাট আরো কারা জড়িত তাদেরকেও বের করা হবে।