অপু আহমেদ রওশন স্টাফ রিপোর্টার
(২৬ জুন) গতকাল হবিগঞ্জ টু আজমিরীগঞ্জ রোডের সিএনজি চালকদের উপর হামলায় অনন্ত ১০শ্রমিক আহত হয়েছে, জানাযায় শনিবার দুপুরে আজমিরীগঞ্জের শুকরীবাড়ি সংলগ্নে যাত্রী উঠানো নিয়ে সিএনজি ও মিশুক চালকদের মাঝে তর্কবিতর্ক শুরু হলে মিশুক চালকের পক্ষ নিয়ে হালিম ও শামিমের নেতৃত্বে ১০/১৫জন লোক দেশীয় অস্ত্রসস্র নিয়ে সিএনজি চালকদের উপর হামলা চালায় এতে মারাত্মক ভাবে আহত হয়, সিএনজি চালক মোঃ জিল্লুর রহমান (৩০) সেলু মিয়া (৩২) মোঃ নিয়ামুল হক (২৭) নবীন মিয়া(২৮) সহ আরও ৫/৬জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে হবিগঞ্জ আজমিরীগঞ্জ রোডের সিএনজি চলাচল বন্ধ থাকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার পস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..