শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে সম্পত্তি নিয়ে আপন ভাইদের সংঘর্ষে একভাই নিহত।আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত
হবিগঞ্জে সম্পত্তি নিয়ে আপন ভাইদের সংঘর্ষে একভাই নিহত।আটক ১
অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন ভাইদের সংঘর্ষে  এক ভাই নিহত। জানা যায় তাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।তারই জের ধরে
 গত মঙ্গলবার রাতে,  পৈল গ্রামের সিরাজ মিয়ার পুত্র সনজব আলী ও তৈয়ব আলীগংদের  মাঝে সংঘর্ষ হয়, এসময়  সনজব আলী(৪৫) আহত হয়, পরে স্হানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে । প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সনজব আলীর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান, কিন্তু বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসিলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে একদল পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক  আলী  জানান, তাদের সম্পত্তি  নিয়ে তাদের মাঝে সংঘর্ষে হয়, তারই কারনেই  সনজব আলী ভাই নিহত হন।
এ ঘটনা নিহতের ভাই তৈয়ব আলীকে আটক করেছে পুলিশ।
নিহত সনবজ আলী, একজন আনসার সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..