সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

হবিগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫২ বার পঠিত

হবিগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাহ জালাল উদ্দিন জুয়েল : হবিগঞ্জে নানা আয়োজনে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম।

এ সময় বক্তব্য দেন- প্রেস ক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শফিকুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, প্রেস ক্লাব সহ-সভাপতি টিপু চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, প্রেস ক্লাব কোষাধ্যক্ষ ফয়ছল চৌধুরী, সাংবাদিক কাওছার আহমেদ, নায়েব হোসেন, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, এমএ আর শায়েল, মো. শাহ আলম, জাহেদুল ইসলাম মামুন, জাহাঙ্গীর আলম, সালাম মিয়া ও ব্যবসায়ী শিবলী চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..