শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে কঠোর লকডাউনের ৩য় দিনে ৮০ ব্যক্তিকে ১৬০,১০০ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২২৭ বার পঠিত

 

অপু আহমেদ রওশন স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জ প্রতিনিধি – কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ জন ব্যক্তিকে মোট ১৬০,১০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..