স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন হবিগঞ্জ।
হবিগঞ্জের লাখাইয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে আকটকৃত ব্যাক্তিকে অর্থদণ্ড ও ১ বছরের কারাদণ্ড প্রদান। রবিবার (২৭শে জুন) উপজেলার বামৈ গ্রামের রহমত আলীর পুত্র বাদল মিয়া মাদক সেবনের প্রস্তুতিকালে মোবাইল কোর্ট টিমের হাতে ধরাশায়ী হয়। এ সময় মাদকসেবী বাদল মিয়ার ঘর থেকে গাজা খাওয়ার কল্কি, ১টি রামদা, কেচি, ফয়েল পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা যায় মাদকসেবী বাদল মিয়া দীর্ঘদিন যাবৎ তার মা, বাবা ও পরিবারের সবাইকে অত্যাচার করে আসছিলো।
অপরাধী বাদল মিয়াকে তৎক্ষনাৎ মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ১‘শ টাকা অর্থদণ্ড ও ০১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।
অভিযানে সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চত করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..