হবিগঞ্জের মাধবপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সজীব মিয়া (১০) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাঘাসুরা আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র ছিলো সে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা জমসু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় না গিয়ে টিভিতে ভারতের স্টার জলসার সিরিয়িাল দেখতে বসে সজীব। এতে মা-বাবা শাসন করে সজীবকে। আর এই শাসনই কাল হয়ে দাড়ায় সজীবের জীবনে। মা-বাবার উপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য করে সজীব। পরে অনেক খৃজাখুজির পর হঠাৎ ঘরের তিরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
(২)
লাখাইয়ে বাল্য বিয়েতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার মাধ্যমে বাল্য বিয়ে পন্ড করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ বাল্য বিয়ে বন্ধ করেন।সে ওই গ্রামের আব্দুল হক এর ১৬ বছরের ৮ম শ্রেণীর স্কুলপড়ুয়া কিশোরীর মেয়ে জুতিয়া খাতুন।
এ সময় ঘটনাস্থলে কিশোরীর পিতাকে পাওয়া যায়নি। তার মা-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীন ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কিশোরীর প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে নির্ধারিত ফরমে মুচলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার ভূূমি রুহুল আমিন জানান, কিশোরীর নামে ইউপি সচিব ও চেয়ারম্যান কর্তৃক তাদের যৌথ স্বাক্ষরে যে জন্ম সনদ ইস্যু করা হয়েছে তার সাথে স্কুলে সংরক্ষিত রেজিস্ট্রার এ নিবন্ধিত জন্ম তারিখ এর মিল পাওয়া যায়নি। কোন তথ্যের ভিত্তিতে জন্ম সনদ প্রদান করা হয়েছে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবহিত করার জন্য বলা হয়েছে। ইস্যুকৃত জন্ম সনদ জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
(৩) চুনারুঘাটের গুইবিল সীমান্তে চিরুনি অভিজানে ভারতীয় ৫০কেজি গাঁজা জব্ধ করেছে বিজিবি
চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে পাচারের সময় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্ধ করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীর পালিয়ে যায়।
( ২০ সেপ্টেম্বর) সোমবার ভুর সকালে সিমান্তের ১৯৭০/২এলাকা থেকে মাদক গুলো জব্ধ করা হয়।এদিকে গত কাল সন্ধায় ১৯৭০/৩এলাকা থেকে এক কেজি গাঁজা সহ একটি মটর সাইকেল আটক করে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায় মোটর সাইকেলটির মালিক কথিত মাদক সম্রাট রুপেশ জড়া।
গুইবিল বিজিবি ক্যাস্পের সুবেদার মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে,নিজস্ব গোয়েন্দা সদস্য জিয়াউর রহমানের তথ্যমতে সীমান্তের সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৫০ কেজি গাঁজা জব্ধ করা হয়।জব্ধ মাদক নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।