হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ।
বরুণ কান্তি মন্ডল,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছার লতা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।প্রতি রেশন কার্ডের প্রতি ৩০ কেজি চাউল ১৫ টাকা দরে ৬১২ জনকে দেয়া হয়েছে। সোমবার সকল ১০ টায় এর উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোওরাব হাওলদার, ইউপি সদস্য বাবলু সরদার,বিজন হালদার, স্বপন মন্ডল,পুলকেশ রায়, মোঃ আজিজুল বিশ্বাস, মোঃ ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, সচিব মোঃ জাবেদ ইকবাল,সহকারী সচিব বাশেরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজ সরদার, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল,কুমারেশ মন্ডল, যুবনেতা মোঃ মিজান সানা, ছাত্রনেতা অমৃত সরদার , লতা ইউনিয়ন আওয়ামীলীগ,
যুবলীগ,ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।