সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি না মানায় ডোমারে ইজাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৬ বার পঠিত

 

রাশেদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সর্বাত্মক লকডাউনের ২য় দিন নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে হাট পরিচালনা করায় উপজেলার সোনারায় বসুনিয়া হাটের ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা ও স্বাস্থ্যবিধি না মানায় আটজনকে ৫ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে ডোমার বাজার রেলগেট মোড়ে ও বসুনিয়া হাটে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন আদালতটি পরিচালনা করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাকে সহযোগীতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য বিধি না মেনে বসুনিয়া হাট পরিচালনা করায় ১৮৬০ এর ২৬৯ ধারায় হাটের ইজারাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানে অযথা ঘুরাঘুরি করা ও হেলমেটবিহীন মটরসাইকেল চলাচলের জন্য আট জনকে পাঁচ হাজার এক শত টাকা জরিমানা অদায় করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..