স্বামীকে একটি কিটনী দিয়ে বেচে আছেন সুমি।
এবার জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন
সকলের দোয়া ও বাঁশখালী উপজেলার জনপ্রতিনিধিগনদের ভোট
প্রত্যাশী।
নজরুল ইসলাম সিকদার
চট্টগ্রাম বুরো প্রধান
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের জমিদার পরিবারের সন্তান কায়েস চৌধুরীর সহধর্মিণী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বাঁশখালী উপজেলার সহসভাপতি, জনাবা দিলুয়ারা কায়েস সুমি
আগামী ১৭ই অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সংরক্ষিত ওয়ার্ড ৫ এ সদস্য প্রাথী
টেবিল ঘড়ি প্রর্তিকে নির্বাচন করতেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা এবং প্রতিনিধিগনদের ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
দিলুয়ারা কায়েস সুমি, তার নিজের একটি কিটনী নিয়ে বেচে আছেন, তার একটি কিউনী নিজের স্বামীকে দিয়ে মহান মানবতার পরিচয় দিয়েছেন, তারপরও আল্লাহ হুকুম না ফেরার দেশে চলে গেলেন স্বামী কায়েস চৌধুরী
দিলুয়ারা কায়েস সুমি বলেন
এই নির্বাচন কে ঘিরে অনেক প্রার্থী গুজব ছড়াচ্ছে।কেউ বলে কেন্দ্রীয় নেতা সার্পোট দিচ্ছে, কেউ বলে এম পি মহোদয়,উপজেলা চেয়ারম্যান ওদের সার্পোট দিচ্ছেন।আমার বাঁশখালিতে আমি একক প্রার্থী।আশা করি সম্মানিত ভোটারগন এসব গুজবে কান দিবেন না।ভোট হচ্ছে মূল্যবান পবিত্র আমানত।আপনাদের ভাগ্য পরিবর্তন করার এইটা একটা সুযোগ। তাই সঠিক সময়ে যোগ্য দেখে মূল্যায়ন করুন।গত পাঁচ বছর আমার বাঁশখালিবাসি অবহেলিত ছিল জেলা পরিষদের কোন বরাদ্দ সুষম বন্টন হয় নাই।, এবং গরীব দুঃখী মানুষের পাওনা সুষম বন্টন সহ সকল প্রকার ন্যায্য অধিকার রক্ষার্থে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি। মহান আল্লাহপাকের দরবারে আস্থা বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি,এবং করে যাচ্ছি।
ইনশাআল্লাহ সব সময় বাঁশখালী ;সাতকানিয়া,লোহাগড়ভাবাসীর পাশে থাকার চেষ্টা অব্যহত থাকবে।
প্রিয় সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আমি আপনাদের দোয়াও চাই ভোট চাই
আগামী ১৭তারিখ আপনাদের মূল্যবান রায়ের মাধ্যমে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
১৭ তারিখ সারাদিন টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন।