মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তীতে সরকার গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছেন-রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৬৬ বার পঠিত

 

রাশেদুল ইসলাম স্টাফ রিপোর্টার
দেশে একটি মানুষও এখন গৃহহীন অবস্থায় থাকবেনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন প্রতিটি মানুষ সুস্থ ভাবে যেন বেচে থাকে। তারা যেন নিরাপদে বসবাস করতে পারে। বঙ্গবন্ধুর লক্ষকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মানুষকে গৃহ প্রদান করার উদ্যোগ নিয়েছেন।
রেলপথ মন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে মন্ত্রীর সেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মন্ত্রীত্ব লাভের পর থেকে যে সমস্ত অনুদানের টাকা পেয়েছি সে অর্থ থেকে আজকে এ টাকা বিতরন করছি ।
স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্তমান সরকার গৃহহীন দের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। ফকির, হিজরা, স্বামী পরিত্যক্ত ও বিধবাদের পূর্নবাসন করেছেন।
প্রথম দফায় গৃহ দেবার পর এবার ২য় দফায় গৃহ প্রদান করবেন। যাদের গৃহ ও জায়গা জমি কোন কিছুই নাই তাদেরকে ক শাখায় ও যাদের জমি আছে গৃহ নাই তাদেরকে খ শাখায় নির্বাচিত করা হয়েছে। প্রথম ধাপে ক শাখায় যাদের নির্বাচন করা হয়েছে তাদেরকে দেবার পর খ শাখার নির্বাচিতদের দেয়া হবে। ৫৩ হাজার ঘর ইতিমধ্যে নির্মান করা সম্পন্ন হয়েছে। এখন বিতরন করা শুরু হবে।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে খারাপ সময় অতিক্রম করতেছি। পাশের দেশ ভারতে যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা শংকিত। আমাদেরকে সচেতন থাকতে হবে।
পঞ্চগড়ে রেলপথ মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৮৬ জনকে ৫ হাজার করে ৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
শনিবার ১৯ জুন দেবীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুদানের টাকার চেক প্রদান করা হয়। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি গোলাম রহমান সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..