শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

স্বচ্ছ, সুন্দর, নকলমুক্ত এসএসসি পরীক্ষা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে কঠিন নির্দেশনা দিয়েছেন –ডিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫ বার পঠিত

স্বচ্ছ, সুন্দর, নকলমুক্ত এসএসসি পরীক্ষা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে কঠিন নির্দেশনা দিয়েছেন –ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

গতকাল ১৯ মার্চ বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার এসএসসি /এসএসসি (ভোকেশনাল) /ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন এই জাতিকে সঠিকভাবে শিক্ষিত করার দায়িত্ব আমাদের। পরীক্ষা হলে কোন প্রকার স্বজনপ্রীতি আপনজন চলবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে। শিক্ষকদের ও কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ মেনে নেওয়া হবে না। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। এই জাতি গড়ার দায়িত্ব আমাদের কাছে। তাই আমাদের এই দায়িত্তের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। আমরা চাই ছাত্র-ছাত্রীরা যারা পরীক্ষা দিতে আসবে পরীক্ষা হলে তারা পরীক্ষা দিব। পরীক্ষা হল তো পরীক্ষা হল সেখানে কোন সাউন্ড হবে না কোন কথা হবে না এমনকি কোন স্বজনপ্রীতি ও আপনজন বলে কিছু থাকবে না। সকল পরীক্ষার্থী সমান চোখে দেখতে হবে। কারো উপর কোন বৈষম্য আচরণ করা যাবে না। আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। আমাদের প্রথম একটি চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষা। আমরা দেখাতে চাই এই পরীক্ষা সুন্দর হয়েছে ও স্বচ্ছ হয়েছে। কোন প্রকার নকল ছাড়াই কোন প্রকার স্বজন প্রীতি ছাড়াই খুব সুন্দর পরীক্ষা হয়েছে। সবার উদ্দেশ্যে আরও বলেন অনেকেই স্কুলের পাশের মার্ক বাড়ানোর জন্য স্বজন প্রীতি করে থাকেন। এটা করবেন না যদি করেন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনারা স্কুলের ছাত্র-ছাত্রীদের জ্ঞান দিবেন সারা বছর।কিন্তু পরীক্ষা হলে না। আপনারাই বলেন আর কত আমরা বৈষম্যের শিকার হব। এই ৫২ সালে বাংলা ভাষায় কথা বলতে দেয় নাই ৭১ সালে ও ২৪ সালে বৈষম্যের কারণে কত প্রাণ গিয়েছে। আর কত আমাদের বৈষম্যের শিকার হতে হবে। আমাদের নৈতিকতা বাড়াতে হবে। বৈষম্য দূর করতে হবে। সকল ছাত্র-ছাত্রীদের সমান চোখে দেখতে হবে। আমি আপনাদের উপস্থিত সকলের কাছে প্রত্যাশা করি এইবারের এসএসসি পরীক্ষা স্বচ্ছ ও সুন্দর ও বৈষম্যহীন ভাবে করতে পারবেন ও করবেন। এর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বক্ষেত্রে সহযোগিতা করে যাবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ও মাদ্রাসার ও ভোকেশনাল স্কুলের কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..