সোনারগাঁও জাদুঘরে পক্ষকালব্যাপী সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলার সমাপ্তি
এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
বৈশাখী মেলা ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী বৈশাখী মেলা ১৪৩২ ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ফাউন্ডেশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো: মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। এছাড়াও ফাউন্ডেশন কর্তৃক নির্মিত অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী, অংশগ্রহণকারী কারুশিল্পীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে শিল্পী সাগর দেওয়ান ও তার দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার ইতি টানা হয়।