মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

সোনামনি আইডিয়াল স্কুলের ২৪ বছর পর্দাপনে কৃতি শিক্ষার্থীর সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পঠিত

সোনামনি আইডিয়াল স্কুলের ২৪ বছর পর্দাপনে
কৃতি শিক্ষার্থীর সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ।

সরকার সালাহউদ্দীন সুমন রংপুর বিভাগ।

কিশোরগঞ্জ সোনামনি আইডিয়াল স্কুলের ২৪ বছর পর্দাপনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা বৃহস্পতিবার বিকাল ৩ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ডা: আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহারাওয়ার্দি (গ্রেনেড বাবুু), আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দ্বিমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনামনি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আলী আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, রংপুর বেষ্টওয়ান ক্যাডেট একাডেমির পরিচালক শরিফুল ইসলাম,কৃতি শিক্ষার্থীর অভিভাবক খলিলুর রহমান, সফিকুল ইসলাম, মতিউল ইসলাম, সমাজ-সেবক স্বপ্না শান্তা প্রামানিক, সোনামনি আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান কিরণ। প্রধান অতিথি বলেন আলী আকবর হলেন কিশোরগঞ্জের সার্চ লাইট, ছেলে-মেয়েদের লেখা পড়ার ব্যাপারে পৃথিবীর সবচেয়ে বড় অবদান হলো তাদের মা। মূখ্য আলোচক বলেন তাঁর বক্তব্যে আপনারা আপনাদের সন্তানদের স্বপ্ন দেখান,জিপিএ-৫ কেনো আমার ছেলে-মেয়ে পেল না এসব চিন্তা-ভাবনা থেকে দুরে থাকেন,অন্যের অভিভাবকের ছেলে-মেয়েরা কি ভাবে ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে চান্স পেলো সেই বিষয়ে তাদের সাথে শেয়ার করুন তাহলে সন্তানদেরকে মানুষ বানাতে পারবেন। এছাড়া তিনি আরো বলেন বিগত ২০০০ সালে মাত্র ২৮জন বাচ্চা নিয়ে এই কিশোরগঞ্জ উপজেলায় প্রথম কেজি স্কুল শুরু করি। আমন্ত্রিত অতিথি বলেন যে পরিবারের মা যত বেশি ছেলে-মেয়েদের পরিচর্যা করতে পারবে তার সন্তানরা বেশী মানুষ হবে। তিনি বৈজ্ঞানিক টমাস আলভা এডিশন উদাহরণ ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলাকালিন সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদানসহ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে সম্মানণা ক্রেষ্ট প্রদান এবং অতিথিদের জন্য কলম ও স্কুলের ক্যালেন্ডার হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনামনি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আজিকুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..