মহেশখালী উপজেলা প্রতিনিধি
মহেশখালীর উপজেলা কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে ও নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের । কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া লাগোয়া ঘটিভাঙ্গা কথিত মৎস্যজীবী সমিতি নামের একটি কমিটি নদীর চর দখল করে ও বিশাল প্যারাবন কেটে তারা নির্মাণ করছে চিংড়ি ঘের
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার একটি টিম গতকাল ২৯ জুন সকালে ঘটিভাঙ্গায় সরজমিন পরিদর্শনে গেলে দেখা যায় এসব চিত্র । প্যারাবন ধ্বংসকারী এবং অবৈধ ভাবে নদীর চর দখলকারী ও নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন কারীর বিরুদ্ধ অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ।
বিষয়টি স্থসোসাল মিডিয়ায় আসলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ।প্যারাবন ধ্বংস ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ বিষয়ে গোরকঘাটা রেঞ্জ অফিস ও মহেশখালীর এসিল্যান্ড কে অবগত করলে আজ ৩০ জুন সকালে গোরকঘাটা রেঞ্চ অফিসের সদস্য ও মহেশখালী থানা পুলিশ ঘটিভাঙ্গা গিয়ে প্যারাবন ধ্বংসকারী ও অবৈধ দখলদের বিরুদ্ধে অভিযান চালানো হয় ।