সৈয়দপুর বিমানবন্দরে তারকাঁটার বেড়া চুড়ি
ডেক্স রিপোর্টঃ সৈয়দপুর বিমানবন্দরের ওয়ালে লাগানো তার কাঁটার বেড়ার কিছু অংশ চুড়ি হওয়ায় সহকারী নিরাপত্তা কর্মকর্তা অবগত হলে চুড়ি যাওয়া মালামালের খোঁজা শুরু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মরত পিসি মনির উদ্দিন এবং আব্দুস ছালামকে নিয়ে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা নিচু কলোনীর একটি বাড়িতে খোঁজখবর নিতে যায়। বাড়িতে উপস্থিত নবাব আলীর পুত্র রমজান আলী ও শুকুর আলী নিরাপত্তা কর্মকর্তাদের দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে চুড়ি যাওয়া তার কাঁটার বেড়া বাড়িতে দেখতে পেয়ে বিষয়টি সৈয়দপুর বিমানবন্দরের উর্ধতন কতৃপক্ষকে জানায়।
বিমানবন্দর কতৃপক্ষ সৈয়দপুর থানাকে অবগত করলে সৈয়দপুর থানা পুলিশ উক্ত বাড়ি হতে আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা মূল্যের ২ (দুই) মন তারকাঁটার বেড়া উদ্ধার করে, যা বর্তমানে সৈয়দপুর থানা হেফাজতে আছে।
এলাকাবাসীরা জানায়, রমজান আলী ও শুকুর আলী চুড়ি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোছাঃ আফরোজা বেগম জানান উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ সৈয়দপুর থানায় একটি অভিযোগ প্রদান করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মামলা দায়ের করা হয়েছে । মালামাল উদ্ধার করা হয়েছে তাই তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।