শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

সৈয়দপুরে সঞ্চয় ও ঋন আদায় এর আত্মসাৎ কৃত টাকা চাওয়ায় ফিল্ড অফিসার শাফফাত আলম শাওন কতৃক পরিচালককে মেরে ফেলার হুমকি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার নীলফামারী

সৈয়দপুরে সঞ্চয় ও ঋন আদায় এর আত্মসাৎ কৃত টাকা চাওয়ায় ফিল্ড অফিসার শাফফাত আলম শাওন কতৃক পরিচালককে মেরে ফেলার হুমকি।
ডেক্স রিপোর্টঃ পপুলার কনজ্যুমারর্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ফিল্ড অফিসার শাফফাত আলম শাওন(৩২) গত ২নভেম্বর ২০১৯ ইং তারিখ হতে ৩০জুন২০২১ ইং তারিখ পর্যন্ত সঞ্চয় ও ঋন আদায় কালে তার অধিনস্থ ৪৫ জন সদস্যের নিকট থেকে সঞ্চয় ও ঋন আদায় করলেও সেই টাকা অফিসে প্রদান করেন নাই। বিষয়টি শাখা ব্যবস্থাপকের নজরে আসলে তিনি ৪৫ জন সদস্যের বই পর্যালোচনা করে দেখতে পান শাফফাত আলম শাওন এর দায়িত্বে থাকা ৪৫ জন সদস্যের বই এর মধ্যে ৪০ জন সদস্যের নিকট থেকে টাকা উত্তোলন করে। সে আদায়কৃত টাকার কখনো আংশিক প্রদান করলেও কোন কোন দিন টাকা প্রদান করে নাই। তাছাড়া ৫ জন সদস্যের পাশ বই সম্পূর্ণ গোপন করে। সে ফিল্ড অফিসার থাকা কালে সর্বমোট ১,১১,১৪০/-( এক লক্ষ এগারো হাজার একশত চল্লিশ টাকা) তুললেও জমা না দিয়ে সম্পুর্ন টাকা আত্মসাত করে। এ বিষয়ে ম্যনেজার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে উত্তোলন কৃত টাকা জমা দেয়ার জন্য চাপ প্রদান করলে সে নানা তাল-বাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে, পরে বিষয়টি পরিচালক / সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম (বাবু) জানতে চাইলে ফিল্ড অফিসার শাওন আত্মসাৎ এর বিষয়টি স্বীকার করে টাকা দেয়ার জন্য সময় চান এবং প্রতিষ্ঠানের লেনদেন পরিশোধ করবেন বলে জানান।

কিন্তু আত্মসাৎ কৃত টাকা ফেরত না দিয়ে ফেসবুক, বিভিন্ন গনমাধ্যম সহ সাপ্তাহিক নীল চোখ এর প্রত্যক্ষ সহায়তায় আমার ও আমার প্রতিষ্ঠানের নামে প্রতি নিয়ত মিথ্যা অপবাদ প্রদান করে আসছে। আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা সহ আমাকে নানা মিথ্যা মামলায় ফাসানো হবে। সে আমাকে মেরে ফেলার হুমকিও প্রদান করে আসছে,আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

আমি আমার ফিল্ড অফিসার মোঃ শাফফাত আলম শাওন এর কাছে আমার প্রতিষ্ঠানের পাওনা অর্থ আদায় ও নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। সেই সাথে সাপ্তাহিক নীল চোখ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি ও আমার প্রতিষ্ঠানের নামে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..