সৈয়দপুরে রাস্তার কাজের শুভ উদ্ধোধন করেন এমপি আদেল
নীলফামারী থকেে সামসুজ্জামান সুমন : নীলফামারীর সৈয়দপুরে রাস্তার কাজে শুভ উদ্বোধন করলেন এমপি আহসান আদেলুর রহমান আদেল। সৈয়দপুর উপজলো বোতলাগাড়ী ইউনিয়নে বুধবার দুপুরে কাচারী বাজার হতে কালার বাজার র্পযন্ত ৮০০মটিার রাস্তার কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন নীলফামারী -৪আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। এ সময় আরো উপস্থতি ছিলেন পৌর জাতীয়পাটি আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন,বোতলাগাড়ি ইউনয়িন পরষিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী,৮নং ইউপি সদস্য নুরনবী,উপজলো জাতীয় পাটির সদস্য সচিব জি এম কবির মিঠু, উপজলো এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী এম এম আলী রাজু, উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ জাতীয়পাটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থতি ছিলেন।
এমপি আদেল বলেন, সৈয়দপুর উপজলো রাস্তা ও ড্রেনে নির্মানের কাজ চলমান রয়ছে। সৈয়দপুর উপজলো স্কুল, কলেজে, মাদ্রাসা খেলার মাঠে উন্নয়নের ছোঁয়া লেগেছে আগামীতে আপনাদের পাশে থাকতে চাই