মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে এপিএন ২৪ টিভি ও আলোপথ ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পঠিত

সৈয়দপুরে এপিএন ২৪ টিভি ও আলোপথ ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

জমকালো অয়োজনের মাধ্যমে এপিএন ২৪ টিভি ও আলোপথ ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীপালিত হয়েছে। সৈয়দপুর ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে এদিন ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহসিনুল হক মহসিন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নিরঞ্জন রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন এপিএন এর সকল কর্মী বয়সে অনেক ছোট হলেও তাদের কাজ গুনগত মানের। তিনি উল্লেখ করেন বিগত ৫ বছর ধরে এপিএন এর বর্ষপূর্তিতে উপস্থিত থেকে চ্যানেলটির বেড়ে ওঠা ও এগিয়ে চলা দেখছেন। বস্তনিষ্ঠ খবর পরিবেশনের পাশাপাশি আগামীতেও কালো কে কালো ও সাদাকে সাদা বলার বিষয়টিতে অবিচল থাকতে অনুরোধ করেন।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদানের পর এপিএন২৪ ডট টেলিভিশনের জেলা-উপজেলা প্রতিনিধিদের আইডি কার্ড ও ক্রেস্ট তুলে দেয়া হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য ডেস্ক ক্যালেন্ডার ও উপহার সামগ্রী তুলে দেন এপিএন২৪ ডট টেলিভিশনের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। মামুনুর রহমান রাজু’র সঞ্চালনায় মধ্য রাত পর্যন্ত উৎসব মুখর ছিল পরিবেশ। সৈয়দপুর সহ দেশের নানা প্রান্তের গণ্যমান্য ব্যক্তি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..