সৈয়দপুরের কিসামত কামারপুকুর ডাঙ্গাপাড়ায় ( মুন্সিপাড়া) জুয়া খেলতে বাধা দেয়ায় প্রাণ নাশের হুমকি
ডেক্স রিপোর্টঃ কিসামত কামারপুকুর ডাঙ্গাপাড়া( মুন্সিপাড়া) ওয়ার্ড নং-০৪ সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মোঃ আসাদুজ্জামান এর বাড়ির পাশে মাদকদ্রব্য সেবন সহ জুয়ার আসর বসায় মোঃ এনামুল হক ও মোঃ রবিউল ইসলাম জুয়ার আসরে উপস্থিত রুবেল(২৩), রাসেল(২৮) সহ কতিপয় উচ্ছৃংখল ব্যক্তিদের মাদক সেবন সহ জুয়া খেলতে নিষেধ করায় মাদকসেবি সহ উপস্থিতি কয়েকজন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।
উক্ত বিষয়কে কেন্দ্র করে একই এলাকার বাবু(৪৫), রুবেল(২৩), রাসেল(২৮) সহ তাদের সঙ্গীয় বন্ধু-বান্ধব প্রতি নিয়ত তাদের গালি গালাজ করা সহ একাকী পেলে মারপিট, খুন জখম করার হুমকি দিয়ে আসছে। প্রয়োজন হলে মিথ্যা মামলা করা সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে।
এ বিষয়ে সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সৈয়দপুর থানা বিষয়টি নিশ্চিত করেছে।