রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

সৃজনী প্রত্যয় কেজি ও কোর্চিং সেন্টারে বিদায় সংবর্ধনা ,পূণরমিলনী ব্যাচ এবং বর্ণাট্য আনন্দ আড্ডা অনুষ্টিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার পঠিত

সৃজনী প্রত্যয় কেজি ও কোর্চিং সেন্টারে বিদায় সংবর্ধনা ,পূণরমিলনী ব্যাচ এবং বর্ণাট্য আনন্দ আড্ডা অনুষ্টিত,

মোঃ আনছারুজ্জামান,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান,গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন জুমারবাড়ী সৃজনী প্রত্যয় কেজি ও কোর্চিং সেন্টার কর্তৃক বিদায় সংবর্ধনা ,পূণরমিলনী ব্যাচ এবং বর্ণাট্য আনন্দ আড্ডা অনুষ্টিত হয়। অদ্য ২৭মে এপ্রিল রোজঃ বৃহস্পতিবার সকাল ০৮ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধা ০৬ ঘটিকা পর্যন্ত নানা আয়োজনের মধ্যো দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহফুজুর রহমান মাফু,সাবেক চেয়ারম্যান ০৮ নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে এম মবিনুল ইসলাম বুলবুল ,প্রধান শিক্ষক,জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান রঞ্জু,চেয়ারম্যান,কালব লিমিটেড,সাঘাটা,এ ছারা আরও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ নয়,ভালো করার চেষ্টায় আরোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়েই আমাদের পথ চলা এই শ্লোগান হচ্ছে ইক্ত কোর্চিং সেন্টারের লক্ষ্য। সৃজনী প্রত্যয় কেজি ও কোর্চিং সেন্টারটি প্রতিষ্ঠাতা পরিচালক মোছাঃ জিন্নাতুন নেছা বুলবুল এবং সহকারী পরিচালক মোছাঃ তৌহিদা আক্তার তানিয়া।তাহারা বলেন প্রকৃত শিক্ষা দিয়ে গড়ে তোলাই হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের কাজ।অনুষ্টানটি পরিচালনা করেন মোঃ রকিবুল হক সোহাগ,সহকারী শিক্ষক,জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..