সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো:মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার।
কি বলো তোমার ক্ষতি দুর্বল মানুষ যদি
পার হয় তোমাকে ধরে জীবনের অথৈ নদী….
হ্যাঁ আমাদের কোনই ক্ষতি নেই, সুবিধা বঞ্চিত একটি শিশুর মুখে হাসি ফোঁটাতে পারলেই বরং জীবনে চরম সার্থকতা। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য ধানের মুখে হাসি ফোটাতে চেষ্টা নিরন্তর। কত কিছুই না করছি আমরা আমাদের প্রিয় সন্তানের জন্য। একবার ভাবুন তো যে সন্তানের পিতা-মাতা বেঁচে নেই অথবা অনাগত অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে দিয়ে চলে গেছে দূরে, সেই অসহায় শিশুটি কিভাবে সমাজে নিজেকে টিকিয়ে রাখবে। প্রয়োজনীয় খাতা কলম কিনতেই যে শিশুটি হিমশিম খাচ্ছে পড়াশোনা করে সে কিভাবে মানুষ হওয়ার কথা ভাববে। আমরা কি পারিনা তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে ? ওরাতো এই সমাজেরই একজন। ওদেরও তো অধিকার রয়েছে এই সমাজে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবার।
সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে “মানুষ মানুষের জন্য” সংগঠনটি তাই ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৮/২/২০২৪ রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ সিবিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, সহ:সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, কার্যকরী সদস্য মো: মঈন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্মিলা পাল *মানুষ মানুষের জন্য* সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেইসাথে অসহায় শিশুদের পাশে দাঁড়াবার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা উপকরণ হাতে পেয়ে ভীষণ খুশি হয়, তাদের মুখের অমূল্য হাসির রেসটুকু যেন টাকা দিয়ে কেনা যায় না।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে মোরা
প্রত্যেকে মোরা পরের তরে।
*মানুষ মানুষের জন্য *সংগঠনটির এ ধরনের সামাজিক কার্যক্রম আরও বড় পরিসরে চলমান থাকবে বলে অভিমত ব্যক্ত করা হয়।