সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

সুনাম ধন‍্য প্লেয়ারদের সমন্বয়ে ক‍্যারাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত।       

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত
Exif_JPEG_420
সুনাম ধন‍্য প্লেয়ারদের সমন্বয়ে ক‍্যারাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত।
      দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা রিপোর্টার বাংলা টিভি যশোর :- যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের মহিষদিয়া হেলারঘাটের পাশে মহিষদিয়া বাজার মোড়ে ১৬ দলিয় ক‍্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয় ।                                  নামীদামি প্লেয়ারদের সমন্বয় গঠিত টুর্নামেন্টের  আজ ১৭ /১২/২০২১ তারিখ রোজ শুক্রবার  অনুষ্ঠিত হয়েছে, শতশত দর্শকের উপস্থিতিতে খেলাটা চলছে।         দেবব্রত মন্ডল, দেবাশীষ সরকার, ভোজন রায়ের পরিচালনায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত দর্শক সমাগমের মধ‍্য দিয়ে মুহর্মূহ করতালির মাধ্যমে  পরিচালিত হচ্ছে।                                                      উক্ত খেলার আয়োজিত  অনুষ্ঠানে  অতিথি হিসাবে আছেন, রমেশ মন্ডল, পলাস সরকার, দেবেন মল্লিক, অজিত রায়, সিদ্দিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..